কিশোরগঞ্জ প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন হয়েছে। গত রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এতে আলোচক ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম শোয়াইব বিন রউফ ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও আলম সারোয়ার টিটু এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
