বিনোদন ডেস্কঃ-
বিশ্বকাপে ভারত তাদের চিরচেনা গতিতেই ছুটে চলছে। তবে ভারতীয় দলের অধিনায়ক খানিকটা সমস্যায় জর্জরিত। পড়েছেন কিছুটা বিড়ম্বনায়। আফগানদের সাথে ম্যাচ চলাকালে অতিরিক্ত আবেদন করায় শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। এতকিছুর পরো ব্যক্তিগত জীবন নিয়েও চলছে তার অশান্তি।
মজার ছলে নেটিজনরা বলছেন আনুশকা শর্মা নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন ক্যাপ্টেন কোহলির সঙ্গে। ঘটনার সূত্রপাত অবশ্য বলিউড নায়িকার সঙ্গে তার আলিঙ্গন!
মূলত ঘটনাটি হচ্ছে, বলি তারকা ঊর্বশী রাউতেলাও কোহলিকে ঘনিষ্ঠ আলিঙ্গন করে শিরোনামে আসা নিয়ে। অবশ্য রক্ত মাংসের কোহলি নন, ঊর্বশী সজোরে জড়িয়ে ধরেছিলেন মাদাম ত্যুঁসোর মোমের তৈরি কোহলির মূর্তিকে। সেই ছবিই পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া সাইটে। সেই ছবিই ভাইরাল।
বিশ্বকাপের ভরা বাজারে কোহলিকে জড়িয়ে প্রচারে চলে এসেছেন তিনি। সরাসরি নেটিজেনরা লিখেছেন, মনোযোগ কেড়ে নেওয়ার জন্য কোহলি একদম আদর্শ। কেউ আবার মজার ছলে বলে দিয়েছেন, ঊর্বশী কোহলিকে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরার জন্য আনুশকা ডিভোর্সের জন্য আবেদনও জানাবেন।