Breaking News
Home / জেলার খবর / ৯৯৯ নম্বরে ফোন করে অনেকের জীবন বাঁচান কুলাউড়ার শাহান

৯৯৯ নম্বরে ফোন করে অনেকের জীবন বাঁচান কুলাউড়ার শাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন.কম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর কুলাউড়া থানা পুলিশ জানতে পারে ৯৯৯ নাম্বার থেকে। আর সেই সংবাদদাতা বরমচালেরই এক যুবক শাহান।

রোববার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ায় বরমচাল বড়ছড়া সেতু ভেঙে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন দেন শাহান মিয়া। পুলিশকে ট্রেন দুর্ঘটনার খবর জানান।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় পুলিশ। পৌঁছে দেখে ঘটনা সত্য। ওই যুবক সময় মতো ফোন না দিলে আরও অনেক প্রাণহানি হতে পারত বলে জানান কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে পুলিশ। কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী এই শাহান মিয়া বাড়ি উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামে।

শাহান মিয়া জানান, আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে বরমচাল সেতুর অনেকটা দূরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। সেই সঙ্গে ভেসে আসে মানুষের কান্না, চিৎকার। তাকিয়ে দেখি, বরমচাল সেতু ভেঙে ট্রেনের বগি নিচে পড়ে গেছে। কাছে যেতেই মানুষের কান্নার আওয়াজ আরও জোরে শোনা যেতে লাগলো।

তিনি বলেন, ঘটনার ২-৩ মিনিটের মধ্যেই আমি ৯৯৯ নম্বরে ফোন দেই। সঙ্গে সঙ্গে রিসিভ হয় ফোন। তখন পুলিশকে পুরো ঘটনা খুলে বলি। যদি সময়মতো পুলিশ না আসতো আরও অনেক মানুষ মারা যেত। ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে তিনি উদ্ধার কাজে যোগ দেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, রাত ১২টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ট্রেন দুর্ঘটনার খবর জানায়। এত রাতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার খবর শুনেও অবাক হই আমরা। তখনই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেই। সেখান থেকে ৪ জনের লাশ এবং অন্তত দুই শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবি। ট্রেনের অন্য যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে।

রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। তিন সহস্রাধিক যাত্রী নিয়ে রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মুজিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধারে সিলেট সদর দফতরসহ মৌলভীবাজার জেলার দমকল বাহিনীর ১১টি ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

ঢাকা প্রতিদিন.কম/এআর

Loading...

Check Also

সেবাসংক্রান্ত তথ্যপ্রাপ্তি ও মতামত প্রদানে ডিজিটাল প্ল্যাটফরমের সম্ভাবনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকা প্রতিদিন.কম : আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা সম্পর্কে সঠিক এবং বিস্তারিত তথ্য ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *