Home / জাতীয় / প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল শুরু

প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন.কম ১৮ মে : রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ ঝড়ে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়েছিলো। তবে ঝড় থেমে যাওয়ার পর ওই রুটে আবার নৌ-যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি।

শুক্রবার ইফতারের পর হঠাৎ করে রাজধানীর ওপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে গেছে।

এ ঝড়ে ঢাকার বাড্ডায় দেওয়াল চাপা পড়ে ২ জন নিহতের খবরসহ মোহাম্মদপুরে বেশকিছু গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে।

এছাড়া রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৬) নামে একজন নিহতসহ আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় ভেতরে অনেকে আটকে পড়েন।

খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।পরে বাকিদের প্যান্ডেলের ভেতর থেকে বের করে আনা হয়।

ঢাকা প্রতিদিন.কম/এআর

Loading...

Check Also

নারী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন.কম : সিলেট বিভাগের চা বাগানের নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে চারটি আন্তর্জাতিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *