তথ্য প্রযুক্তি ডেস্ক, ঢাকা প্রতিদিন.কম ৪ ডিসেম্বর : চাঁদ পেরিয়ে মঙ্গল জয়ে নেমেছেন মানুষ কয়েক যুগ আগেই। এ বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছে নাসা।
এ গবেষণারই অংশ হিসেবে মঙ্গলে এখন অবস্থান করছে নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’।
ডেইলি মেইল জানিয়েছে, এ মুহূর্তে কিউরিওসিটি মঙ্গলের পাহাড়ি এলাকার ভেরা রুবিন গিরিশিরায় আছে।
সেখানে একটি ছাই রঙের পাথর নিয়ে কাজ করছে সেটি।
তবে ইতিমধ্যে রোবট কিউরিওসিটি মঙ্গল গ্রহটির ব্যাপারে কিউরিওসিটি তথা আগ্রহ যেন আরও বাড়িয়ে দিয়েছে।
লাল গ্রহের আশ্চর্য সব চিত্র ও তথ্য পাঠিয়েছে কিউরিওসিটি।
এসব চিত্রের মধ্যে যে বিষয়টি নিয়ে মেতেছে নাসা, সেটি হলো মঙ্গলের এক উজ্জ্বল পাথর।
একে সবাই ‘গোল্ডেন রক’ বললেও নাসার বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লিটল কলনস’।
প্রশ্ন জেগেছে-উজ্জ্বল পাথরটি আসলে কী? কোথা থেকে এলো? কী উপাদানে গঠিত এ পাথর যে এত উজ্জ্বল?
অনেক জ্যোতির্বিজ্ঞানীর মতে, মঙ্গলের নয় এটি, পাথরটি উল্কার অংশ বিশেষ।
তবে সে বিষয়ে চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।
মহাকাশযান কিউরিওসিটিই এখন ভরসা। সে লক্ষ্যে একেবারে সামনে থেকে সেই পাথরের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ‘কিউরিওসি’।
তবে বিজ্ঞানীরা আরও গবেষণার জন্য পাথরটির রাসায়নিক পরীক্ষা করতে চাচ্ছেন। সে জন্য রোবট ‘কিউরিওসিটি’ ব্যবহার করবে তার কেম ক্যাম।
কেম ক্যাম সাধারণ ক্যামেরা থেকেও ১০ গুণ বড় করে বস্তু দেখার ক্ষমতা রাখে। এটি থেকে লেজার রশ্মিও বের হয়। সেই রশ্মি দিয়ে উজ্জ্বল পাথরটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কিউরিওসিটি।
রহস্য ভেদ হবে উজ্জ্বল পাথরের।
ঢাকা প্রতিদিন.কম/এআর