ক্রীড়া ডেস্ক, ঢাকা প্রতিদিন.কম ২৯ নভেম্বর : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি রাউন্ডের প্রথম দিনের খেলায় এবাদত হোসেনের গতিতে ২২০ রানে অলআউট মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে একাই ৬ উইকেট নেন এবাদত হোসেন।
বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে মধ্যাঞ্চলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় উত্তারঞ্চল। প্রথমে ব্যাটিং নেমে শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারায় মধ্যাঞ্চল।
২৪ রানে ৪ উইকেট হারানো দলকে খেলায় ফেরান আব্দুল মজিদ ও শুভাগত হোম। ৬৬ বলে ৪৮ রান করে শুভাগত আউট হলেও ব্যাটের লড়াই চালিয়ে যান মজিদ। তার একার লড়াইয়ে ব্যাটিং ধসের দিনে ২২০ রান তুলতে সক্ষম হয় মধ্যাঞ্চল।
দলের হয়ে সর্বোচ্চ ১৪৫ বলে ১৩ চার ও এক ছক্কায় ৭৬ রান করেন মজিদ। এছাড়া শেষ দিকে ৫৪ বলে ৩৪ রান করেন মোশাররফ হোসেন রুবেল। উত্তরাঞ্চলের হয়ে ১৭.৫ ওভারে ৫১ রানে ৬ উইকেট শিকার করেন এবাদত হোসেন।
জবাবে প্রথম দিনের শেষ বিকালে ওপেনার জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে উত্তরাঞ্চল।
ঢাকা প্রতিদিন.কম/এআর