আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা প্রতিদিন.কম ১৯ সেপ্টেম্বর : আগামী অক্টোবর মাসে ভারতের ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র: আনন্দবাজার পত্রিকা
মঙ্গলবার এ কথা জানিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, ফারাক্কা ব্রিজ সংস্কারের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়েছেন।
অতিরিক্ত চাপ কমাতে ফারাক্কা ব্রিজের পাশে আরও একটি নতুন সেতু তৈরির পরিকল্পনা নিয়েছেন তারা।
ভারতের ‘সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট’-এর একটি সমীক্ষায় জানা গেছে, ২০১২ সালে দিনে গড়ে প্রায় ১২ হাজার লরি ফারাক্কা ব্রিজ দিয়ে যাতায়াত করেছে।প্রতিবছরই এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ফারাক্কা ব্রিজের দ্রুত সংস্কার প্রয়োজন উল্লেখ করে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ বলেন, ফারাক্কর ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তাই দ্রুত ব্রিজ সংস্কারের কাজে হাত দেয়া হচ্ছে।
ফারাক্কা ব্রিজের ওপর ভারি যানবাহনের যাতায়াত কমাতে তারা চার লেনের নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান শৈবাল ঘোষ ।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ ও মালদহের সীমান্ত দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর ওপর ১৯৭৫ সালে তৈরি হয়েছিল বহুল আলোচিত ফারাক্কা বাঁধ। সেই বাঁধের ওপরই ফারাক্কা রেল ও সড়ক তৈরি হয়েছিল। এই বাঁধে রয়েছে ১০৯টি স্লুইসগেট। যা দিয়ে ভারত গঙ্গার পানি নিয়ন্ত্রণ করে থাকে।
ঢাকা প্রতিদিন.কম/এআর